আসল নাম, পরিচয় গোপন রেখে শিলিগুড়িতে এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে কোচবিহার থেকে গতকাল এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম নজরুল হোসেন।
ঐ যুবতীকে ‘কৃষ্ণ রায়’ নামে পরিচয় দিয়ে বন্ধুত্ব করে অভিযুক্ত নজরুল। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার ঐ যুবতীর সাথে সহবাস করার পর শিলিগুড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত। অনেক খোঁজ খবর করে যুবতী জানতে পারে কোচবিহারে রয়েছে তার প্রেমিক তথা অভিযুক্ত নজরুল হোসেন। বিয়ের প্রসঙ্গ তুলতে অস্বীকার করে সে। এরপর যুবকের বিরুদ্ধে শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করে যুবতী। এরপর কোচবিহার থেকে তাকে বুধবার গ্রেফতার করা হয়। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।