প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কোচবিহার জেলা পুলিশ। কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে সম্মান যোজনা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার শুভ সূচনা হয় বৃহস্পতিবার। সম্মান যোজনার মধ্য দিয়ে নিঃসঙ্গ প্রবীণ নাগরিকদের যে কোন সমস্যা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর নজর রাখবে পুলিশ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ সন্তোষ নিম্বলকার, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কোচবিহার জেলা জাজ সহ অন্যান্যরা।
পশ্চিমবঙ্গ পুলিশের উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব বলেন, উত্তরবঙ্গ জুড়েই প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিশেষ কারণবশত একা থাকার কারণে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়, আর তার রুখতেই প্রত্যেকটি মহকুমা থানায় একজন করে নোডেল অফিসার থাকবেন যোগাযোগের জন্য। তবে শুধু পুলিশ নয়, এক্ষেত্রে সমাজ ও বয়স্ক নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। তাহলেই এই প্রকল্প সফল হবে বলে জানিয়েছেন তিনি।