এক মেয়ে নিয়েই সংসার মায়ের। এক মাস ধরে নিখোঁজ সেই একমাত্র মেয়ে। নিরুপায় হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে নাবালিকা মেয়ের সন্ধানের আবেদন নকশালবাড়ির বুধকরণ জোতের বাসিন্দা গাঙ্গী কুমারী মাহাতোর।
জানা গিয়েছে, গত ১৯শে জুন বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় গাঙ্গী দেবীর মেয়ে প্রিয়া মাহাতো। এরপর আর বাড়ি ফিরে আসেনি সে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার সন্ধান না মেলায় নকশালবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন গাঙ্গী কুমারী। তবে একমাস পেরিয়ে গেলেও, একাধিক বার থানায় গিয়েও হদিশ মেলেনি মেয়ের।
গাঙ্গী জানান, স্বামী গত হবার পর একমাত্র ভরসা মেয়ে। তবে নিখোঁজ নাবালিকার মা জানান, এর আগেও একবার বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র চলে গিয়েছিল তার মেয়ে। সে বার পুলিশে লিখিত দেওয়ার পর খুঁজে পাওয়া যায় তাকে। তবে এবার এক মাস পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় স্বাভাবিক ভাবেই চিন্তায় রয়েছেন তিনি। মেয়েকে ফিরে পেতে আবেদন জানান তার মা। তবে পরপর দু’-বার নাবালিকার নিখোঁজের পেছনে রহস্যের তদন্ত করছে নকশালবাড়ি থানার পুলিশ।