আবার খুনের ছায়া শিলিগুড়িতে? নাকি রহস্য মৃত্যু? ৪ দিন আগেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকায় ঘটে যাওয়া অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এখনও অধরা অভিযুক্তরা। বিষয়টিতে পুলিশ প্রশাসনের দায়সারা মনোভাব নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আম জনতা।
এই ঘটনার চার দিন কাটতে না কাটতেই আবার খুনের আতঙ্ক শহরে। এবার ঘটনাস্থল নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন নাওয়াপাড়া এলাকা। ঠিক যেখান থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে, সেই এলাকাটি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার আমবাড়ি আউট পোস্টের এলাকা।
ফুলবাড়ি ক্যানেল সংলগ্ন নাওয়াপাড়া ফ্লাইওভারের কাছে আজ সকালে স্থানীয় বাসিন্দা বিমান দাসের মৃতদেহ উদ্ধার হয়। গতকাল বিকেলের পর থেকে নিখোঁজ ছিলেন বিমান দাস। অনেক খোঁজাখুঁজির পরেও কোন লাভ না হওয়ায় গতকাল রাতে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে পরিবারের লোকজন নিখোঁজ ডায়েরি করেন। এরপর ঘটনার তদন্তে নামে আমবাড়ী আউটপোস্টের পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশনে ট্রেস আউট করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানতে পারে, মোবাইলটি রয়েছে নাওয়াপাড়া এলাকাতে।
এরপর বুধবার সকালে মোবাইলের সূত্র ধরে ঘটনাস্থলে পৌঁছতেই উদ্ধার হয় নিখোঁজ বিমান দাসের দেহ। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। এটি খুনের ঘটনা বলেই অভিযোগ বিমান দাসের পরিবারের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার আমবাড়ি আউটপোস্টের পুলিশ।