জল সমস্যা দূর করতে শিলিগুড়ি পুরনিগমের নির্দেশে পিএইচই দপ্তরের তরফে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বসানো হয়েছে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এর মাধ্যমে পরিশ্রুত পানীয় জলের পাউচ তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ শান্তিনগর এলাকায় এই প্লান্টে কাজ চলছে। ফুলবাড়ি, একটিয়াশাল সহ ৬টি জায়গায় এই মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে। আজ সকাল থেকে দক্ষিণ শান্তিনগর এলাকার প্লান্টে থেকে ৪০ হাজারের বেশি জলের পাউচ তৈরি করা হয়েছে।
এদিকে মহানন্দার বিষাক্ত জল শহরে সরবরাহ করে কাঠগড়ায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার পুরনিগমের সামনেই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় সিপিএম। "চোর চোর" স্লোগান দিয়ে তাড়া করা হয় তাঁকে। পুরনিগমের যে রিপোর্ট সামনে এসেছে তাতে মহানন্দার বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (বিওডি) ২.৯। তাতেই গেল গেল রব উঠেছে সর্বত্র। তবে মহানন্দার দূষণ নিয়ে যে তথ্য প্রকাশ্যে এনেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাতে আঁতকে উঠবেন যে কেউ। গবেষকরা বলছেন, মহানন্দার জলে কিলবিল করছে লক্ষ লক্ষ ক্ষতিকর ব্যাকটেরিয়া। খাওয়া বা স্নান তো বহু দূরের বিষয়, ওই জল স্পর্শ করা মানেই বিপদ ডেকে আনা।
বৃহস্পতিবার সারাদিনব্যাপী পুরনিগমের অন্তর্গত বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রি হতে দেখা যায় জলের পাউচ ও বোতল। শুক্রবার সকাল থেকে বিকেল অবধি এই দৃশ্যের কোনরকম নড়চড় হয় না। একদিকে বিষাক্ত জল সরবরাহ, অন্যদিকে জলের দরে নয়, কল্পনাতীত দামে পানীয় জল কিনে খাচ্ছে সাধারণ মানুষ। পুরো বিষয় নিয়ে উত্তাল শিলিগুড়ি। চরমে রাজনৈতিক তরজা। এদিন বিজেপির তরফ থেকে চরম আকার ধারণ করে বিক্ষোভ। মেয়র গৌতম দেবের ছবিতে জুতোপেটা করেন সাধারণ মানুষ।
অন্যদিকে, শিলিগুড়িবাসীকে কিছুই লুকোনো হয়নি বলে এদিন সাংবাদিকদের সামনে মুখ খোলেন মেয়র গৌতম দেব। এদিকে পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জনস্বার্থে মামলা করবে বিজেপি শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানালেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ।