নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল মালবাহী লরি

কোচবিহারের পুন্ডিবাড়ি পিচেরডাঙ্গা এলাকায় দুর্ঘটনা। গতকাল রাত আনুমানিক ২টো নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক রাস্তার পাশ দিয়ে একটি বাড়ির ভেতর ঢুকে যায়। ঘটনায় হতাহতের খবর না হলেও ক্ষতিগ্রস্ত রাস্তার পাশের দু'টি দোকান।

  জানা গিয়েছে, গতকাল রাত দু'টো নাগাদ আচমকাই জোর আওয়াজ শুনতে পান আশেপাশের বাড়ির লোকজন। এরপরই তারা ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে নিয়ে যায় এবং গাড়িটিকে সরিয়ে আনার চেষ্টা চলে।