গত ১২ জুন বুধবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত একটি ফ্লাওয়ার মিলের নিরাপত্তা রক্ষীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ওই ফ্লাওয়ার মিলের তরফে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ। আহত ওই নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তকে গ্রেফতারের প্রচেষ্টা নেওয়া হয়।
অবশেষে মিলল সাফল্য। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত কৃষ্ণা চন্দ্র দাসকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ভক্তিনগর থানা এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়। ঠিক কী কারণে ওই ফ্লাওয়ার মিলের নিরাপত্তা রক্ষীকে মারধর করা হয়েছিল, তার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। অপরদিকে অভিযুক্তের বিরুদ্ধে শুক্রবার ৪৪৭, ৩২৩, ৩২৫, ৪২৭ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে জলপাইগুড়ি আদালতে পাঠায় ভক্তিনগর থানার পুলিশ।