নির্বাচনী ফল ঘোষণার পরই বিভিন্ন এলাকাতে বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস, মারধর বাড়ি ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। এবারে এ নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করল বিজেপি প্রতিনিধি দল। ইতিমধ্যেই প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী সহায়-সম্বলহীন হয়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় নেতৃত্বে তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতি রাভা রায়, মাথাভাঙ্গা বিধায়ক সুশীল বর্মন, কোচবিহার দক্ষিণ বিধানসভা বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্যরা এ দিন উপস্থিত ছিলেন।