নির্বাচনী ফলাফলের প্রভাব, রাতারাতি দল বদল শীতলকুচিতে

লোকসভা ভোটের ফল ঘোষণার পরই দলবদল। বিজেপি ছেড়ে তৃণমূল-কংগ্রেসে যোগদান করলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান মাম্পি বর্মন ও মাথাভাঙ্গা ১ ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতি সদস্য হেমন্ত বর্মন। বুধবার সন্ধ্যায় জেলা তৃণমূল-কংগ্রেস কার্যালয়ে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান করান তৃণমূল-কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। 

  যদিও বিজেপির দাবি, ভয় দেখিয়ে তাদের তৃণমূলে যোগদান করানো হয়েছে। প্রসঙ্গত, নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে মোট ২১ টি পঞ্চায়েতের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৯ টি ও বিজেপি ১২ টি আসন দখল করে। সেই মতো এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দখল নেয়। প্রধান হন মাম্পি বর্মন। আর নির্বাচনী রায় ঘোষণার পর‌ই তিনি তৃণমূলে যোগদান করলেন।