নিষিদ্ধ কাফ সিরাপ সমেত গ্রেফতার ৪

শিলিগুড়ি খালপাড়া এলাকার বিবেকানন্দ রোডে অভিযান চালায় খালপাড়া ফাঁড়ির পুলিশ ও স্পেশাল অপরেশন গ্রুপ। সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ৪ জনকে আটক করে তল্লাশি চালাতে ধৃতদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে ১০০ বোতল নিষদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। পরবর্তীতে চারজনকে গ্রেফতার করে খাল্পাড়া ফাঁড়ির পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চার ব্যক্তি একটি ছোট চারচাকা গাড়ি করে শিলিগুড়ি ঝংকার মোড় হয়ে  বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।