নিয়ন্ত্রণ হারানো স্কুটি ধাক্কা মারলো চারচাকা গাড়িকে, আহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারল একটি স্কুটি। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে শিলিগুড়ির লেকটাউনে। জামিল আখতার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, রাবিশ লোড চলাকালীন গাড়িটি দাঁড়িয়ে ছিল। গাড়ি দাঁড়িয়ে থাকার পর স্কুটার এসে ধাক্কা মারে। ছিটকে পড়ে দু’জন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে দুটি গাড়িকে থানায় নিয়ে যায়। আহত দুইজনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।