নেশায় আসক্ত হয়ে গোপনাঙ্গে ইনজেকশন! ধৃত ২

শ্রীঘরে দুই যুবক। ধৃত দু’জনকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের এসির পাইপ চুরি চক্রের পর্দাফাঁস করল মেডিক্যাল ফাঁড়ির পুলিশ। ঘটনায় দুইজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিনোদ হালদার, শুভম দাস (গত শুক্রবার রিহ্যাব থেকে ফিরে এসেছে)। ধৃত ২ জন কাওয়াখালির বাসিন্দা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে খোয়া উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের এসির তামার পাইপ। নেশায় এতটাই আসক্ত হয়ে পড়ে যে নিজেদের গোপনাঙ্গে ইনজেকশন নিতেও ছাড়েনি! সেই নেশার টাকা জোগান দিতে শেষে চুরির পথ বেছে নেয় ধৃতরা। জায়গা হিসেবে তারা বেছে নিয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে।