বাড়ি ও আশেপাশের পচনশীল ও অপচনশীল বর্জ্যের জন্য আলাদা পাত্র এবং শৌচাগার ব্যবহারের বার্তা নিয়ে শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়া ব্লকের পাথরঘাটা জিপিতে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এ দিন এ নিয়ে একটি পদযাত্রার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল করা হয়। সচেতনতামূলক পোস্টার হাতে পাথরঘাটা এলাকায় হাজির হন স্থানীয়রা। উদ্যোক্তা হিসেবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও অন্যান্যরা।