দু মাস বাদে এক ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায় । স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ফুলবাড়ী জিয়াগঞ্জ এলাকায় পেট্রোল পাম্পের উল্টোপাশে একটি পরিত্যক্ত গোডাউন ঘর পড়ে রয়েছে আর সেই ঘরের মেঝেতেই পচা গলা অবস্থায় পড়েছিল দেহটি, তার পাশেই পড়েছিল এটি কালো রঙের ব্যাগ। আর্ সেই ব্যাগ খুলতেই ব্যাগের ভিতর দেখা যায় একটি প্রেসার মাপার যন্ত্রাংশ ও একটি ব্যাংকের পাসবুক আর সেই পাসবুক থেকে জানা যায় ব্যক্তির পরিচয়। গত দুমাস আগে ফুলবাড়ির রাজীবনগর এলাকা থেকে অতনু কর নামে বছর ৪৫ এর এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। এমনকি নিখোঁজ সংক্রান্ত অভিযোগও জমা পড়েছিল নিউ জলপাইগুড়ি থানা পুলিশের কাছে। এলাকাবাসীরা সেই ব্যক্তির দেহ বলেই সন্দেহ করছেন এবং পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানা পুলিশ এবং দেহটি উদ্ধার করে পরিবারের সদস্যের খবর দিলে তারা এসে শনাক্তকরণ করে এবং এরপর দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।