পঞ্চায়েতের উদ্যোগে ভবন তৈরির পরিকল্পনা

সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন তৈরি করতে চলেছে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি। ২০২৪-২৫ অ্যাক্সন প্ল্যানে এই কাজ ধরা হয়েছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই এই ভবন তৈরির বিষয় নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। 

  এদিন জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির  সভাপতি বিনয় কুমার রায় বলেন, নিজস্ব তহবিল বৃদ্ধি করতে হবে বলে সরকারিভাবে এমনই নির্দেশ রয়েছে । সেই  নির্দেশ মেনেই এবার পদক্ষেপ নিয়ে ভবন তৈরির চিন্তা করা হয়েছে।

  বর্তমানে অধিকাংশ মানুষের বাড়িতে সামাজিক অনুষ্ঠান করার মতো জায়গা থাকে না। যে কারণে ভবন ভাড়া নিতে হয়। আর বিডিও অফিসের আশেপাশে সে অর্থে কোন ভবন নেই। রাজ্যের অর্থ কমিশনের টাকাতেই এই ভবন তৈরি হবে। এর জন্য বিডিও অফিসে ঢোকার মুখে একটি ফাঁকা জায়গা বেছে নেওয়া হয়েছে। 

  দোতলা এই ভবন দু'টি পর্যায়ে তৈরি করা হবে। প্রথম পর্যায়ে ৩০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে বলে জানান সভাপতি। তিনি আরো বলেন, সামান্য খরচে যে কোন ব্যক্তি সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া নিতে পারবেন। ভবনটি এমন ভাবে তৈরি করা হবে যাতে বিডিও অফিসের চত্বরের সাথে তার কোনো যোগাযোগ না থাকে। ভবনে প্রবেশ ও বাহির পথ বাইরে থেকেই করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের জন্য সমস্ত সুবিধাই রাখা থাকবে ভবনে।  এতে যেমন পঞ্চায়েত সমিতির আয় বাড়বে, অন্যদিকে কর্মসংস্থান হবে। কেননা ভবন রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়।