গভীর রাতে বাগডোগরা ভুট্টা বাড়ির কাছে ৩১ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একটি চিতাবাঘের! ঘটনায় শোরগোল এলাকায়।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিতাবাঘটির। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। পুলিশ কর্মীদের সহায়তায় ষ বাগডোগরার বন কর্মীরা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। এক চা বাগান থেকে অন্য চা বাগানে পারাপার করতে গিয়েই গাড়ির ধাক্কায় এই মৃত্যু বলে অনুমান। ৫ বছর বয়সী পুরুষ চিতাবাঘটিকে উদ্ধার করে আজ ময়নাতদন্ত করা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা বনদফতর, জানান বাগডোগরা রেঞ্জার সোনম ভুটিয়া।