পদোন্নতি, সাম্মানিক বৃদ্ধি সহ ১৪ দফা দাবিতে অঙ্গন‌ওয়াড়ি

একাধিকবার ডিপিও স্তরে কথা বলে দাবি পত্র দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এবার ডিরেক্টর স্তরে যাওয়া হবে। তাতেও কাজ না হলে বড় ধরনের অন্দোলনে নামবে সংগঠন।  
সাম্মানিক এবং অতিরিক্ত সাম্মানিক বৃদ্ধি সহ সিনিয়ারিটির ভিত্তিতে সরকারি নিয়ম অনুযায়ী সহায়িকাদের পদোন্নতির দাবি সহ মোট ১৪ দফা দাবিতে জলপাইগুড়ি জেলা নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের দপ্তরে বিক্ষোভ আন্দোলনের পর এমনই হুঁশিয়ারি দেওয়া হল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে। 

  শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লক ছাড়াও ময়নাগুড়ি, রাজগঞ্জ, এবং মালবাজার থেকে প্রায় শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা দপ্তরের সামনে এসে অবস্থান বিক্ষোভ করেন।  

 এদিনের বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী সভানেত্রী মৌসুমি ঘোষ জানান, জেলাতে ১ হাজারের বেশি এবং রাজ্য জুড়ে মোট ২ লক্ষ ৩২ হাজার কর্মী  সামান্য সাম্মানিকের পরিবর্তে কাজ করেন। কিন্তু দেখা যাচ্ছে, পাশের রাজ্য গুলিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের তুলনায় সম্মান জনক সাম্মানিক দেওয়া হয়, যে কারণে কর্মীদের ২১ হাজার এবং সহায়িকাদের মাসিক ১৮ হাজার টাকা সাম্মানিক দেবার দাবি করা হয়েছে এ‌ দিনের কর্মসূচিতে।

  অভিযোগ, নির্দিষ্ট পোশাক দেবার কথা থাকলেও গত ৫ বছরে তা দেওয়া হয়নি। কর্মীদের ভয় দেখিয়ে কাজ করানো হয়ে থাকে। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও পরিচয় পত্র দেওয়া হয়নি। এই সমস্ত বিষয় নিয়ে আগেও স্মারকলিপি দেওয়া হয়ছে, কিন্তু কাজ হয়নি বলে জানান সভানেত্রী।

  অন্যদিকে এ বিষয়ে দপ্তরের জেলা অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার রাজ কুমার মল্লিক বলেন, সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।