বিবাদের জেরে এক যুবতীর সঙ্গে অশ্লীল আচরণ ও ওই যুবতীর পরনের কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করলো মহিলা থানার পুলিশ। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তেষট্টি বছর বয়সী ধৃত মহম্মদ তসলীম শিলিগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের স্বামীনগর কলোনির বাসিন্দা। জানা গিয়েছে, চলতি মাসের ২০ মে ৭ নম্বর ওয়ার্ডের একটি টাইম কলে জল ভরা নিয়ে এলাকার শিশুদের মধ্যে তৈরি হওয়া বিবাদ পরবর্তীতে বড় আকার নেয়। ঘটনায় মহম্মদ তসলীম নামের ঐ বৃদ্ধ ঐ যুবতীর সঙ্গে অশ্লীল ব্যবহার করেন বলে অভিযোগ। যুবতীর পরনের পোশাক ছিঁড়ে ফেলেন তিনি, বলে অভিযোগও উঠে।
ঘটনার পর যুবতীর পরিবারের তরফে মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিকে ঘটনার পরই পালিয়ে যায় বৃদ্ধ। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল মহিলা থানার পুলিশ। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।