ফাইনাল সিমেস্টারের পরীক্ষা চলাকালীন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের একটি ইলেকট্রিক প্যানেলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দ্রুত বিশ্ববিদ্যালয় কর্মচারীদের তৎপরতায় নেভানো হয় আগুন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এদিন নীচ তলার ইলেকট্রিক প্যানেল রুম থেকে ধোঁয়া বেরোতে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা। এরপরই তড়িঘড়ি তারা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও এই ঘটনায় বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। তবে এই ঘটনায় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে গোটা বিশ্ববিদ্যালয়। পরীক্ষা চলাকালীন ঘটনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। জানা গিয়েছে, প্রায়ই এ ধরণের ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয়ে। দ্রুত এর সমাধান না করা হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছে সকলে। আশ্চর্যজনকভাবে এ বিষয়ে কোন রকম মন্তব্য করতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।