৫ ই জুন অর্থাৎ গতকাল বিশ্বব্যাপী পালিত হল পরিবেশ দিবস। তীব্র দাবদাহে টিকে থাকা দায় মানুষের পাশাপাশি জীবজন্তুদেরও। অবলাদের বরং একটু বেশিই। পরিষ্কার জলের অভাবে কষ্টে ভুগছে তারাও।
সবুজের শহর আলিপুরদুয়ারে এবার তাদের জলকষ্ট দূর করতে উদ্যোগ নিয়েছে শহরের তরুণ-তরুণীরা। তাদের স্বার্থে বিভিন্ন স্থানে রাখা হয়েছে জলপাত্র। টোটোতে করে ঘুরে ঘুরে কংক্রিটের তৈরি ছোট ছোট জলপাত্র করে সারা শহর জুড়ে জল ভরে রাখছেন তারা। সহযোগী হিসেবে রয়েছে আলিপুরদুয়ার নেচার ক্লাব।