প্রায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের জন্য দায়ী বর্তমান রাজ্য সরকার। বৃহষ্পতিবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিজেপি জেলা নেতৃত্ব।
এ দিন বিজেপি ওবিসি মোর্চা জেলা সভাপতি চিরঞ্জীব দেবনাথ জানান, বিশেষ একটা সম্প্রদায়কে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই সরকার ক্ষমতায় এসে ওবিসি দু’ভাগে বিভক্ত করে ওবিসি-এ এবং ওবিসি-বি করে দিয়েছে। আজ যে জনগণের হয়রানি হচ্ছে, এর জন্য পুরোপুরিভাবে দায়ী রাজ্য সরকার। বিজেপি নেতৃত্বরা জানান, "আমরা হাইকোর্টের রায়কে স্বাগত জানাই"। বিজেপি জেলা সাধারণ সম্পাদক মিঠু দাসের কথায়, "আজ জনগণকে খেসারত দিতে হচ্ছে এর জন্য দায়ী রাজ্য সরকার"।