পাচারের আগেই উদ্ধার দুই নাবালিকা

আবারো সেই চাঞ্চল্যকর ঘটনা ফুলবাড়ীতে  মাসাজ পার্লারের কাজের লোভ দেখিয়ে কলকাতা ও দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল দুই নাবালিকা মেয়েকে এমনই অভিযোগ এলাকাবাসীদের। গতকাল সন্ধ্যা নাগাদ ফুলবাড়ি মোড় এলাকায় তিন যুবতী ও এক যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর তাদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করেন স্থানীয়রা। এরপর পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ।  ততক্ষনে সুযোগ বুঝে সেখান থেকে এক যুবক ও যুবতী পালিয়ে যায়। পুলিশ বাকি  দুজন নাবালিকাকে উদ্ধার করেছে।  পুলিশ জানিয়েছে, তাদের একজনের বয়স ১৭ বছর এবং ওপর একজনের বয়স ১৬ বছর।  নাবালিকারা পুলিশের কাছে জানিয়েছে, তাদের কাজের লভ দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।