পাচারের আগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার

 

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে একের পর এক মাদক দ্রব্য উদ্ধার ঘিরে চাঞ্চল্য।পাচারের আগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। মঙ্গলবার অসম-বাংলা সীমান্ত লাগোয়া তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েতের সবুজ সংঘ মোড় এলাকায় ঘটনা। আর এই মাদক পাচারের অভিযোগে বছর ৪৮-এর এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বক্সিরহাট থানার পুলিশ। ধৃতের নাম জামশের আলী।

  গোপন সূত্রে খবরের ভিত্তিতে অসম-বাংলা সীমান্তবর্তী বক্সিরহাটের ছোটগুমা এলাকায় ওঁত পেতে বসে থাকে পুলিশ। সেই সময় গলিপথ ধরে বাংলায় প্রবেশের পথে দীর্ঘক্ষণ ধরে একটি বাইকের পিছু নেওয়ার পর সবুজ সংঘ মোড় এলাকায় বাইকটিকে আটক করে পুলিশ। বাইকে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। তল্লাশি চালিয়ে ৫৯৯ টি ইয়াবা ট্যাবলেট এবং ২৭ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ।  গ্রেপ্তার হয় জামশের আলী নামে ঐ পাচারকারী।

   এ ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বৈভব বাঙ্গার জানান, "গতকাল গোপন সূত্রের ভিত্তিতে অসম থেকে বাংলায় প্রবেশের পথে এক ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। বাইকে থাকা ব্যাগে তল্লাশি চালাতে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার হয়। মাদকদ্রব্য পাচারের সন্দেহে বছর ৪৮-এর জামশের আলী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলার রুজু করে পুলিশ। আজ স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে আদালতে পেশ করে।"