পাট্টার জমিতে রিসর্ট করার অভিযোগে গ্রেপ্তার বিজেপি জলপাইগুড়ি জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি উত্তম রায়। সূত্রের খবর, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানার পুলিশ উত্তম রায়কে গ্রেপ্তার করে।
জানা গিয়েছে, ধৃত উত্তম রায় রাজগঞ্জ ব্লকের মিলন পল্লী এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর শুক্রবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে ১১১(২)/ ৩২৯(৩)/ ২৪৪/৪ডি অব ডাব্লুবিএলআর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিন জলপাইগুড়ি জেলা আদালতে উত্তম রায়ের স্ত্রী তথা জেলা মহিলা মোর্চার সহ সভানেত্রী মায়ারাণী দাস রায় জানান, গত তিন দশক থেকে ওই এলাকায় বসবাস করছেন তারা। গতকাল রাতে স্বামীর সাথেই তিনি দোকানে শোবার জন্য যাচ্ছিলেন। সে সময় ভোরের আলো থানার পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে গাড়িতে তুলে তাদের শিলিগুড়ি নিয়ে আসে। প্রায় ঘন্টাখানেক বাদে স্ত্রী জানতে পারেন, স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে উত্তম রায় জানিয়েছেন, বাম আমলে ১৯৯৮ সালে তাঁকে মিলন পল্লী এলাকায় তিন বিঘা জমির পাট্টা দেওয়া হয়েছে। জমিতে যে রিসর্ট রয়েছে তার ট্রেড লাইসেন্স আছে। বিদ্যুতের কমার্শিয়াল লাইন রয়েছে। এমন কি ওই জমির ভিত্তিতে ব্যাঙ্ক লোন নেওয়া আছে। সুতরাং ওই জমি সরকারি জমি কী করে হল সেই প্রশ্ন তুলেছেন তিনি। আসলে তিনি বিজেপি করেন, সেই কারণেই এই ভাবে হেনস্থা করা হচ্ছে বলে দাবি তাঁর।