পুকুরে কচুরীপানায় আটকে গেল বাইসন

আলিপুরদুয়ার শহর লাগোয়া পরোরপার ইটভাটা এলাকায় পুকুরে কচুরীপানায় আটকে যায় একটি বাইসন। রবিবার সকালে তা দেখতেই ওই এলাকায় ভীড় জমে যায় উৎসুক জনতার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মীরা। জানা গিয়েছে, চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে দলছুট হয়ে যায় বাইসনটি। অবশেষে বনকর্মীদের দীর্ঘক্ষণ প্রচেষ্টায় জেসিবির সাহায্যে উদ্ধার করা হয় ওই বাইসনটিকে।