আমজনতার সুবিধার্থে ন্যায্য মূল্যের সবজি বাজার চালু করল আলিপুরদুয়ার পুরসভা কর্তৃপক্ষ। শনিবার সকাল ৯:৩০ টা নাগাদ আনুষ্ঠানিকভাবে পুরসভা ভবন এলাকায় এই বাজার চালু করা হয়। জানা গিয়েছে, শাক সবজির মূল্য আকাশছোঁয়া হওয়ায় সাধারণ মানুষের হয়রানি রুখতেই জেলা প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরসভা সূত্রে খবর, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা এই বাজার পরিচালিত হবে। প্রতিদিন সকাল ন'টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই বাজার চলবে পুরসভা ভবন এলাকায়। একদিকে যেমন এই বাজার চালু হওয়ায় উপার্জনের মুখ দেখবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, অন্যদিকে, কম দামে সবজি কিনতে পেরে আর মুখ ভার হবে না মধ্যবিত্তের বলে দাবি পুরসভার।