পুরসভার দুর্নীতি এবং বেহাল নাগরিক পরিষেবা নিয়ে প্রতিবাদ করায় ২৪ নম্বর ওয়ার্ড রাস্তা সংস্কার সহ একাধিক বিষয়ে এলাকাবাসীদের বঞ্চনা ও কাজের ক্ষেত্রে অবহেলার অভিযোগ তুলে ওয়ার্ডের একাংশ বাসিন্দাদের সাথে নিয়ে সোমবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বিরোধী কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে শুরু করা এই অবস্থান বিক্ষোভ চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। এ দিন বেহাল নাগরিক পরিষেবা এবং দুর্নীতির অভিযোগে অবস্থান মঞ্চ থেকে পুরপ্রধানের পদত্যাগের দাবি তুললেন তিনি।
এ দিন কাউন্সিলর বলেন, বিভিন্ন সময় পুরসভার পক্ষ থেকে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে। নির্বাচনের আগেও বেহাল রাস্তা সংস্কার, রবীন্দ্রভবনের সামনে নতুন করলা সেতু, হকার্স কর্নার তৈরি, পার্কিং জোন করা সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তা লাগু করা হয়নি। এছাড়াও আম্রুত প্রকল্পের জলের পাইপ লাইন বসানোর জেরে নষ্ট হয়ে যাওয়া একাধিক রাস্তা সংস্কারের জন্য ১ কোটি ৭৬ লক্ষ টাকা টেন্ডার হয়েছিল। ঠিকাদার ওই টাকা পেলেও রাস্তা সংস্কার হয়নি বলে অভিযোগ তুললেন কাউন্সিলর। পুরসভার এ ধরণের দায়সারা মনোভাব নিয়ে বৈঠকে প্রশ্ন করার পাশাপাশি গঠন মূলক প্রতিবাদে সামিল হন ওয়ার্ডবাসী, ফলস্বরূপ ২৪ নম্বর ওয়ার্ডে বঞ্চনার অভিযোগ তুলে এ দিনের অবস্থান বিক্ষোভ।
অন্যদিকে, নিয়মমাফিক পুরসভার পক্ষ থেকে যে সভা বৈঠক ডাকা হয় তাতে সংশ্লিষ্ট যাবতীয় সমস্যার বিষয়গুলো কেন তুলে ধরেন না বিরোধী দলের কাউন্সিলর, এ নিয়ে প্রশ্ন তুললেন জলপাইগুড়ির টাউন ব্লক তৃণমূল সভাপতি তপন ব্যানার্জী।