বেহাল রাস্তা, নিকাশি নালার সাফাই অনিয়মিত। শুধু তাই নয়, দীর্ঘ দিন থেকে চলতে থাকা পানীয় জলের সমস্যার সমাধান হয়নি এখনও। অন্যদিকে, মাসিক বৈঠক হয় না- জলপাইগুড়ির পুর পরিষেবা সংক্রান্ত একাধিক অভিযোগ উঠে আসছিল অনেক দিন ধরেই। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে এ নিয়ে নড়েচড়ে বসলেন জেলা শাসক শামা পারভিন।
শুক্রবার বিকেলের পর পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন পুরসভা চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) ধীমান বারুই, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) পুষ্পক রায়, সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী প্রমুখ। এ দিনের বৈঠকে পুর পরিষেবার পাশাপাশি জেলায় বর্ষার মুখে ডেঙ্গু পরিস্থিতি, এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়।