পুলিশি হেনস্থার অভিযোগে ও একাধিক দাবিতে বিক্ষোভ

পুলিশি হেনস্থার অভিযোগে ও ছয় দফা দাবি নিয়ে ই-রিক্সা চালকদের বিক্ষোভ। বৃহস্পতিবার কোচবিহার দেবী বাড়িতে জমায়েত হয়ে পরবর্তীতে কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়নের সদস্যরা।

 উল্লেখ্য, এদিন রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন চালকরা। এমন কি গন্তব্যরত যাত্রীদের ই-রিক্সা থেকে নামিয়ে দিয়েও চলে বিক্ষোভ!

  এ দিন এই বিক্ষোভ নিয়ে ই-রিক্সা টোটো চালক ইউনিয়নের জেলা সম্পাদক পূর্ণচন্দ্র মন্ডল জানান, ই-রিক্সা সংক্রান্ত আইন-কানুন সম্পর্কে অবগত নন পুলিশ-প্রশাসন। চালকদের জাতীয় সড়ক পথে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশি অত্যাচারের শিকার হতে হচ্ছে তাদের। এ ধরণের নিরাপত্তাহীনতা বন্ধের দাবিতেই এই বিক্ষোভ। অতি দ্রুত ই-রিক্সা চালকদের সমস্ত রকম দাবি না মেনে নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তিনি।