কোচবিহারের পুলিশ ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিলে চক্রান্ত করেছেন, ফলে প্রাণহানির আশঙ্কা করছেন নিশীথ প্রামাণিক। বেল বন্ডে জামিনের পর সাংবাদিকদের সামনে এমনটাই জানালেন প্রাক্তন মন্ত্রী।
প্রসঙ্গত, সোমবার বিজেপির ডাকে কোচবিহারে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচিকে ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। নিশীথ প্রামাণিককে আটক করে জেলা পুলিশ সুপার দপ্তরের ভেতর নিয়ে যাওয়া হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে চলে ধস্তাধস্তি। প্রাক্তন মন্ত্রীর দাবি, তাঁকে বিকেল ৩টে থেকে সন্ধ্যে সাড়ে ৭ টা পর্যন্ত আটকে রাখে পুলিশ। পরবর্তীতে বেল বন্ডে জামিন পেলে সংবাদ মাধ্যমের সামনে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেন নিশীথ প্রামাণিক।