রবিবার সকাল সকাল পূর্ণবয়স্ক স্ত্রী হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন ইসলামাবাদ খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সকালে খয়েরবাড়ির বলুয়াধূরা এলাকায় একটি পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। ইতিমধ্যেই বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে কী কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। হাতির মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়নাতদন্তের পরই হাতির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে বন দফতর। এদিকে এই হাতির মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এলাকাবাসীদের অভিযোগ, বারংবার হাতির তাণ্ডবে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটায় বন দফতরের দৃষ্টি আকর্ষণ করে জঙ্গলঘেরা গ্রামের আশেপাশের হাতিদের ঠিকভাবে গাইড করার কথা বলে আসা হয়েছে বহুবার। তবু এ নিয়ে কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি বনদপ্তর। পূর্ণ বয়স্ক স্ত্রী হাতির রহস্য মৃত্যুতে শোকগ্রস্ত গ্রামবাসীরা।