চুরি করতে এসে হোটেলে থাকা সমস্ত খাবার খেয়ে পালালো চোর। হ্যাঁ, পেট পুরে খাওয়াদাওয়া করে, সমস্ত বাসনপত্র, জলের পাম্প থেকে শুরু করে রান্নার জিনিসপত্র নিয়ে চম্পট দিল চোর। শুক্রবার গভীর রাতে এমনই চুরির ঘটনা ঘটল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সেবক রোড এলাকার এক গাড়ির শোরুমের পাশের একটি খাবার হোটেলে।
ওই হোটেলের মালিক জানিয়েছেন, আজ সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন, হোটেলের দেওয়ালে একটি অংশ কাটা। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে খাবার-দাবার। রান্না করার এবং গ্রাহকদের খেতে দেওয়ার একটিও বাসন পত্র নেই। গতকাল রাত দশটার পর দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন তিনি এবং কর্মীরা।
প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলতে এসেই চক্ষু চড়কগাছ! দোকানের এক পাশের দেয়াল কেটে ভেতরে ঢুকে, হোটেলে রাখা অবশিষ্ট খাবার খেয়ে, সমস্ত নোংরা মেঝেতে ফেলেই বাসনপত্র সহ আরও বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় ওই হোটেল ব্যবসায়ী খবর দেন ভক্তিনগর থানার পুলিশকে। গোটা বিষয়টি লিখিত অভিযোগ দায়ের করেছেন হোটেল মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।