আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এ বছর দুই জেলা সভাপতি লড়াই! একদিকে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি ও রাজ্যছসভার সাংসদ প্রকাশ চিকবড়াইককে প্রার্থী করেছে তৃণমূল। অপরদিকে বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি ও মাদারিহাট বিধায়ক মনোজ টিগ্গাকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী ঘোষণা হওয়ার পর ভোট প্রচারে ময়দানে নেমে পড়েছে দুই প্রার্থী। ভোটের ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দুই পক্ষ। রীতিমতো প্রচারে ঝড় তুলে দিয়েছে বিজেপি ও তৃণমূল দুই দল।