প্রচুর নেশার সামগ্রী উদ্ধার

ফের অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট ও কফশিরাপ সহ এক ভুটানের নাগরিককে গ্রেফতার করে সোমবার আলিপুরদুয়ার আদালতে পাঠালো জয়গাঁ থানার পুলিশ। রবিবার রাতে গোপনসূত্রের খবরের ভিত্তিতে জয়গাঁ থানার পুলিশ জয়গাঁ ত্রিবেণী টোল এলাকায় অভিযান চালায়, এরপর সেখান থেকেই নেশার ট্যাবলেট ও কফসিরাপ সহ ভুটানের নাগরিক ছিরিং নর্বু (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ভুটানের নাগরিক জয়গাঁর ত্রিবেণী টোল এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন।এরপর সেখানেই এদিন রাতে পুলিশ অভিযান চালায় এবং ১৮৭২ পাতা ট্যাবলেট ও ৪২টি কফসিরাপ উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তিকে সোমবার আলিপুরদুয়ার আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জয়গাঁ থানার পুলিশ।