সিতাই দক্ষিণ কোনাচাত্রায় বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়নের বিশেষ অভিযানে বেআইনি ফেন্সিডিল উদ্ধার, আটক এক মহিলা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল বিকেলে বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সিতাই ব্লকের দক্ষিণ কোনাচাত্রার বাসিন্দা উকিল বর্মনের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১২,৭৭৩ বোতল বেআইনি ফেন্সিডিল উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ ২৪ হাজার ৫৯৬ টাকা। ঘটনায় বাড়ির মালিক উকিল বর্মন বাড়িতে না থাকায় তার স্ত্রী সুরবালা বর্মনকে আটক করে বিএসএফ। এদিন সকালে বিএসএফ-এর তরফে আরও জানানো হয়েছে, গতকাল রাতেই উদ্ধার হওয়া বেআইনি ফেন্সিডিল সহ আটক মহিলাকে সিতাই থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।