প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত তিস্তার বাজার, বিধ্বস্ত রিমিতখোলা

ভারী বৃষ্টিপাতের কারণে ফুঁসছে তিস্তা নদী। তিস্তা বাজার সহ‌ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বন্ধ দার্জিলিং ও কালিম্পঙের সড়ক।

অন্যদিকে, প্রবল বর্ষণে বিধ্বস্ত রিমিতখোলা মঙ্গন লাল বাজার‌ সংলগ্ন পথ। এখনও সম্পূর্ণভাবে নির্ধারণ করা‌ যায়নি ক্ষয়-ক্ষতির  পরিমাণ।