প্রবল বর্ষণে জলমগ্ন শিলিগুড়ি, ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

মঙ্গলবার রাতে প্রবল ঝড়বৃষ্টিতে গাছ উপড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত বেশ কিছু এলাকা। ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকা জুড়ে বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ পরিসেবা।

  বুধবার সকালেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনা নজরে আসে। ঘটনার খবর পেয়ে গতকাল রাতে এই ঘটনা স্থল পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র তথা ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন সরকার। ইতিমধ্যেই শিলিগুড়ি পুরনিগম ও বিদ্যুৎ দপ্তরের তরফে গাছ কেটে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। 

  অন্যদিকে, প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি হায়দার পাড়া এলাকা।