প্রবল বৃষ্টিতে ঘরে জল

গত রাত থেকে টানা বর্ষণে জলমগ্ন শহর জলপাইগুড়ি। জলবন্দী হয়ে রাস্তায় লোক চলাচল ছিল হাতে গোনা। অন্যদিকে, করলা নদীর জল ঢুকে প্লাবিত ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি, নীচ মাঠ এলাকায়। পুরসভার পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে এনে তাদের মধ্যে খাবার বিলির ব্যবস্থা করা হয়েছে।

  এলাকার সুরক্ষার জন্য  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে জানান পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। তিনি বলেন, পুরসভার কর্মীরা প্রতিটি ওয়ার্ডেই নজর রাখছেন। জল ঢুকেছে সেনপাড়ার কালিতলা এলাকায়। এই এলাকায় একাধিক বাড়িতে ঘরে জল ঢুকে পড়ায় সমস্যার সম্মুখীন এলাকাবাসী।

  আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কর্তা জারি। এতে জলপাইগুড়ি শহরের পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দাদের অনেকেই।

  এ দিনের বৃষ্টিতে মহামায়া পাড়া, দেশবন্ধুপাড়া, ওল্ড পুলিশ লাইন, পান্ডা পাড়া, নিউটাউন পাড়া, মহন্ত পাড়া সহ প্রায় সর্বত্র জলমগ্ন হয়ে পড়ে। সেন পাড়া কালিতলা এলাকায় একাধিক বাড়ির ঘরে জল ঢুকে পড়ায় সমস্যায় জেরবার বাসিন্দারা।

  ভুক্তভোগী নন্দিতা দেবনাথ, যশোদা দেবনাথ জানান, এদিন বৃষ্টির কারণে এদিন সকালে ঘরের ভেতরে জল ঢুকে পড়ায় এই জলের মধ্যে রান্না সহ অন্যান্য কাজ করতে হচ্ছে। এবার বৃষ্টি না কমলে আরো বড় সমস্যা হবে।