কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিল চন্দ্র রায় না আসায় ক্ষোভ প্রকাশ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। এদিন তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান, অথচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই। তিনি রাজ্যপাল দ্বারা মনোনীত হয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য কাজ করছেন। তাই আগামীতে যাতে কোন সরকারি অনুষ্ঠানে তিনি ডাক না পান সেজন্য সভাতেই আবেদন জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বলেন, উনি যতদিন উপাচার্যের চেয়ারে থাকবেন ততদিন এই বিশ্ববিদ্যালয়ের জন্য এক টাকাও বরাদ্দ করা হবে না। গোটা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিলেশ রায় এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ দিন এই অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সীতাই বিধানসভা বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্য উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কাউকে দেখা যায়নি।