প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা

নির্বাচন পরবর্তী হিংসার প্রতিচ্ছবি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে কোচবিহার জেলার অধিকাংশ মহকুমায়। লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণার পর তুফানগঞ্জে এই নিয়ে তিন-চার বার নজরে এলো সন্ত্রাস ও হামলার ঘটনা।তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য নাজিম উদ্দিন মন্ডলের বাড়িতে বোমা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

  এ বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত সদস্য নাজিম উদ্দিন মন্ডলের ছেলে মঞ্জু মন্ডল বলেন, ঘুম থেকে উঠে দেখতে পারেন বাড়ির সামনে একটি তাজা বোমা পড়ে রয়েছে। তাদের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও তাদের গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছিল।

  যদিও অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি ১নং মন্ডল সভাপতি যুগল কিশোর দাস। তিনি বলেন, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য এই চক্রান্ত করছে তৃণমূল-কংগ্রেস। তৃণমূল বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে এবং দোকানপাট ভেঙ্গে দিয়ে তাদের কর্মসংস্থান সমস্ত বন্ধ করে দিচ্ছে।