প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বামফ্রন্টের সক্রিয় নেতা জ্যোতি বসুর ১১১তম জন্মবার্ষিকী উদযাপিত হল শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে। সোমবার এ উপলক্ষে দার্জিলিং জেলা সিপিআইএম কমিটির উদ্যোগে দপ্তরের সামনে জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলন করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্য, সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জীবেশ সরকার সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।