প্রতি বছরই থিম পুজোর মাধ্যমে উত্তরবঙ্গবাসীকে চমক দিয়ে থাকে শিলিগুড়ির বিগ বাজেট পুজো গুলোর মধ্যে অন্যতম সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি। সোমবার পুজোর থিম ও মৃৎশিল্পীর নাম প্রকাশ্যে না এনে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো সেন্ট্রাল কলোনি দুর্গা পূজা কমিটি। প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা বাজেটে এ বছর ৬২ তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো কমিটি।
এ দিন পুজো কমিটির সম্পাদক সৌরভ নাথ বলেন, "এই মুহূর্তে আমরা পুজোর থিম এবং শিল্পীর নাম সামনে আনছি না। তবে বলে রাখি, যে প্রতি বছর উত্তরবঙ্গবাসী শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো কমিটির থেকে যা পেয়ে থাকে, এবারে তার চেয়ে বেশি কিছু পাবে।"