নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব। অভাব পরিস্রুত পানীয় জলের, আগাছায় ভরে গিয়েছে মেডিকেল কলেজ আবাসিক চত্বর। সেই সাথে লাইব্রেরিতে স্থানাভাব সহ একাধিক অভিযোগ নিয়ে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালকে রাতভোর ঘেরাও করে বিক্ষোভ মেডিক্যাল পড়ুয়াদের।
বুধবার বিকেল থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফে সুস্পষ্ট আশ্বাস না মেলায় এদিন বিক্ষোভ দেখান আবাসিক পড়ুয়ারা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডাঃ নির্মল কুমার মন্ডল জানান, "পড়ুয়াদের দাবিগুলো নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু শুধু দাবির পরিপ্রেক্ষিতে এই ধর্না মেনে নেওয়া যায় না। এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। কী বললেন তিনি?