প্রেমিকা ও তার পরিবারের সাথে বচসার জেরে আত্মঘাতী কিশোর

প্রেমিকা সহ প্রেমিকার পরিবারের সঙ্গে বচসা ও মারধরের ঘটনায় আত্মঘাতী এক কিশোর। ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রধান নগর থানা অন্তর্গত দেবীডাঙ্গা এলাকায়।

  এ দিন‌ ঐ কিশোরের আত্মঘাতীর ঘটনা সামনে আসতেই কিশোরী প্রেমিকার বাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ ওই কিশোরের পরিবার সহ  প্রতিবেশীর বিরুদ্ধে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় প্রধান নগর থানার বিশাল পুলিশবাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই কিশোরের সঙ্গে প্রতিবেশী এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। তবে মাঝখানে ওই কিশোরীর সঙ্গে কিশোরের প্রেমের সম্পর্কের ভাঙ্গন ধরে, পরে ফের নতুন‌ করে গড়ে ওঠে তাদের সম্পর্ক।

  গতকাল বিকেলে মিলন মোড় এলাকায় ওই কিশোরীর সঙ্গে কোন বিষয় নিয়ে কিশোরের বচসা হয়। এরপর গতকাল রাতে ওই কিশোরের বাড়ি গিয়ে কিশোরী সহ তার পরিবার ওই কিশোরকে মারধর করে এবং অপমান সহ্য করতে না পেরে এই কিশোর আত্মঘাতী হয় বলে অভিযোগ মৃত কিশোরের পরিবারের তরফে। 

  ছেলের মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে ওই কিশোরী সহ কিশোরীর পরিবারের কঠোর শাস্তির‌ দাবি জানিয়েছে মৃত কিশোরের বাবা, দিদি সহ আত্মীয়স্বজনেরা। পুরো ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টির তদন্তে প্রধান নগর থানার পুলিশ।