তিন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক। শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমেছে প্রধান নগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম অভিষেক ভেংড়া। সে মোহরগাঁও এলাকার বাসিন্দা। শুক্রবার তিন ছাত্রী ওই গৃহ শিক্ষকের কাছে পড়তে যায়। অভিযোগ ঐদিন ছাত্রীকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে গৃহ শিক্ষক। এরপর ওই তিন ছাত্রী বাড়িতে গিয়ে সমস্ত বিষয়টি খুলে জানালে প্রধান নগর থানায় গৃহ শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে তদন্তি নেমে গৃহ শিক্ষককে গ্রেপ্তার করে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।