ফালাকাটায় তিনদিন ব্যাপী ভাগবত বিষ্ণুপুরাণ মহাকথা

বিশ্ব শান্তির বার্তায়, সকলের মঙ্গল কামনায়, অত্যধিক বৃষ্টির হাত থেকে বাগান রক্ষা করতে রবিবার থেকে ফালাকাটায় চা শ্রমিকদের উদ্যোগে তিনদিন ব্যাপী ভাগবত বিষ্ণুপুরাণ মহাকথার আয়োজন করা হয়। রবিবার সকালে চা বাগানের ম্যানেজার পুজোর উদ্ভোধন করেন। এর পর শুরু হয় পুজো। চা বাগানের মেয়েরা লাল পাড় হলুদ শাড়ি পরে কলস যাত্রায় সামিল হন।