এর আগে পুরসভার পক্ষ থেকে একাধিক বার অভিযান চালিয়েও তেমন কিছু কাজ হয়নি, যে কারণে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ফুটপাত দখলমুক্ত করতে ময়দানে নামল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার শহরের থানা মোড় থেকে শুরু করে দিনবাজার হয়ে রায়কত পাড়া মোড় পর্যন্ত চালানো হয় এই অভিযান। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী।
প্রসঙ্গত, জলপাইগুড়ি শহরের থানা মোড় থেকে শুরু করে মার্চেন্ট রীড, কদমতলা, দিনবাজার, বেগুনটারি সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার দু'পাশে ফুটপাত দখল করে ব্যবসা দীর্ঘদিন থেকে চালানো হয়ে আসছে। এর ফলে অসুবিধার মধ্যে পড়তে হয় পথচলতি সাধারণ মানুষকে। এর আগেও পুরসভার পক্ষ থেকে বহুবার এই অভিযান চালনো হয়েছিলো। কিছুদিন বন্ধ থাকলে ফের আবার ওই একই চিত্র দেখা গেছে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে শহর জুড়ে মাইকিং করে ব্যবসায়ীদের সচেতন করা হয়। তাতেও কাজ না হওয়ায় এবার অভিযান চালিয়ে সমস্ত দোকান তুলে দিল পুলিশ৷