ফুটপাত দখল করে পানের দোকান বসতে বাধা দেওয়ায় বালি-বজরি ব্যবসায়ীর গলায় কোপ পান বিক্রেতার। শুক্রবার বিকেলে কোচবিহার শহরের ধর্মতলা চৌপথি এলাকায় ওই ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় সুশান্ত দে নামে ওই ব্যবসায়ী কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।