ফের উত্তেজনা কোচবিহারে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ  গাড়ির উপরে হামলার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি এলাকায় ।অভিযোগ, ঘুঘুমারি এলাকায় বিজেপির একটি মিছিল ছিল । সেই সময় দিনহাটা থেকে কোচবিহারে ফিরছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । অভিযোগ, সেই সময় ঘুঘুমারি চৌপথি এলাকায় তার গাড়ির উপর হামলা চালানো হয় গাড়ি ভাঙচুর করা হয় । যদিও অভিযোগ অস্বীকার বিজেপির ।পালাটা অভিযোগ করে তৃণমূল জানিয়েছে, নিশীথ প্রামাণিক প্রচারের উদ্দেশ্যে যখন ঘুঘুমারিতে এসেছিলেন এবং হুটখোলা জীপে প্রচার করছিলেন কর্মী সমর্থকদের নিয়ে সেই সময় উদয়ন গুহর কনভয় কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। অভিযোগ উদয়ন গুহর কনভয় থেকেই লোকজন নেমে আক্রমণ করে বিজেপি কর্মী সমর্থকদের। উদয়ন গুহর নিরাপত্তা রক্ষীরা  সার্ভিস রিভলভার বের করে বলে অভিযোগ বিজেপির। এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হরিণ চলায় তৃণমূল কংগ্রেস পথ অবরোধ করেছে।