দিন কয়েক আগে বাঁকুড়া সফরে এসে বাঁকুড়া শহরের ভৈরবস্থান মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই ঐতিহ্যবাহী মন্দিরেই পুজো দিয়ে নিজের ফুল ফ্লেজেড ভোট প্রচার শুরু করে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সুভাষ সরকার।
গত শনিবার সারা রাজ্যের কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষিত হয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। নাম ঘোষণার সময় তিনি দিল্লিতেই ছিলেন। গতকাল রাতেই তিনি বাঁকুড়ায় ফেরেন। এরপর আজ সকালেই তিনি হাজির হন শহরের ঐতিহ্যবাহী ভৈরবস্থান মন্দিরে। সেখানে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভক্তিভরে পুজো দেন সুভাষবাবু । পরে বাঁকুড়া শহরের মাচানতলা পর্যন্ত দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে যান তিনি। এদিনের পুজো ও প্রচার সেরে সুভাষ সরকারের দাবী ভৈরবস্থান মন্দিরে পুজো দিয়ে আগামী ৫ বছর পুনরায় বাঁকুড়াবাসীর সেবা করার সুযোগ পাওয়ার মনস্কামনা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।